Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এর সম্মানে উপজেলা ভূমি অফিসের একটা আধা নির্মিত ঘর স্ংস্কার করে ‘বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু’ কর্নার স্থাপন করা হয়েছে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও বঙ্গমাতার সাথে একান্ত ব্যক্তিগত ছবিসহ পিতা মাতার সাথে বঙ্গবন্ধুর ছবি নিয়ে মোট ১৮ টি ছবি দিয়ে এই কর্নারটি সাজানো হয়েছে।

২. মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে সকল ইউনিয়ন ভূমি অফিসের জন্য পতাকা স্ট্যান্ড দেওয়া হয়েছে এবং বিধি মোতাবেক জাতীয় পতাকা টাঙানো নিশ্চিত করা হয়েছে।

৩. সরকারি কর্মচারীদের প্রতি বঙ্গবন্ধুর বাণী নিয়ে সুদৃশ্য বাঁধানো ছবি বিতরণ করা হয়েছে, যাতে সেবা প্রদানের সময় এই বাণী সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের উদ্ধুদ্ধ করতে পারে।

৪. চারটি ইউনিয়ন ভূমি অফিসে এইচ পি ব্রান্ডের অত্যাধুনিক মানের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এটা নিশ্চিত করা হয়েছে যে, প্রতিটি ভূমি অফিসে কমপক্ষে ২ টি ল্যাপটপ থাকে।

৫. প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে কমপক্ষে একটি সচল প্রিন্টার, একটা স্ক্যানার ও পেনড্রাইভ নিশ্চিত করা হয়েছে। কলমাকান্দা সদর ইউনিয়ন ভূমি অফিসের জন্য পুরানো একটা ফটোকপি মেশিন সচল করে দেওয়া হয়েছে।

৬. প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কম্পিউটার স্কিলের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং লিখিত প্রশ্ন করে এ বিষয়ে স্কিলের পরীক্ষা নেওয়া হয়েছে। সবাই সন্তোষজনক কম্পিউটার স্কিল অর্জন করেছে।

৭. উপজেলা ভূমি অফিসের প্রতিটি অফিস সহকারীর জন্য একটা ল্যাপটপ, একটা প্রিন্টার ও একটা স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছ যাতে অফিসিয়াল কার্যাদি সম্পাদনে কোন অসুবিধা না হয়।

৮. উপজেলা ভূমি অফিস নতুন করে রঙ করা হয়েছে এবং ছাদ সংস্কার করা হয়েছে যার ফলে পানি চুঁইয়ে ছাঁদ ড্যাম্প হওয়া বন্ধ করা সম্ভব হয়েছে।

৯. উপজেলা ভূমি অফিসের ওয়াস ব্লক সংস্কারসহ যাবতীয় খুঁটি নাটি সংস্কার করা হয়েছে।

১০. সহকারী কমিশনার (ভূমি), কলমাকান্দার জন্য ডেডিকেটেড মোবাইল ফোনের ব্যবস্থা করা হয়েছে, এর ফলে প্রাতিষ্ঠানিক স্মৃতি রাখা সম্ভব হবে।

১১. সর্বোপরি উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো দালালমুক্ত করে হয়রানিমুক্ত ও সহজ ভূমি সেবা নিশ্চিত করা হয়েছে।